Your Email*
Your Message
Δ
একটি ছোট বালক সমুদ্র ভালোবাসে। মাছ ও গাছপালা মরে যাচ্ছে দেখে তার মন খারাপ। এদের বাঁচানোর জন্য সে কী করতে পারে?
কে বেশি শক্তিশালী: গনগনে সূর্য নাকি অহংকারী বাতাস?
নিতা বিজ্ঞান ভালোবাসে। একদিন, সে তার বাড়ির পিছনে পাহাড়ে একটি ধরাম শব্দ শুনতে পায় এবং একটি ‘সবুজ’ বালককে দেখতে পায়। নিতা কিভাবে তার বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে ‘সবুজ’ বালককে তার নিজের দেশে ফিরে যেতে সাহায্য করতে পারে?
এক যোদ্ধা রাজ্যকে খরা থেকে বাঁচানোর জন্য পানির খোঁজে বের হয়। সে ‘পানির বীজ’ নিয়ে বাড়ি ফেরে। পানির বীজ থেকে কি পানি বেরুবে?
চমনান গল্প শুনতে পছন্দ করে। কিন্তু সে প্রচুর প্রশ্ন করে। কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া তার পিতার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এক রাতে সে তার গল্পের বইয়ের এক চরিত্রকে স্বপ্নে দেখে। এক রাজকন্যা ডাইনির জাদুমন্ত্রে প্রভাবিত। সকালে সে উত্তেজিত হয়ে তার পিতাকে বইয়ের সেই রাজকন্যার গল্প বলতে বলে।
চার বন্ধু: হরিণ, কচ্ছপ, কাক ও ইঁদুর। তারা শিকারীর ফাঁদ নিয়ে চিন্তিত। তারা কি শিকারীর বুদ্ধিতে হারিয়ে একে অপরকে রক্ষা করতে পারবে?
By navigating this website, you agree to the storing of cookies on your device to enhance site navigation and analyze site usage.