কঙ্কিয়া তার বাবা ও ভাইয়ের সঙ্গে একটি ভাসমান গ্রামের বাস করে। সে তাদের সঙ্গে মাছ ধরতে যেতে চায়, কিন্তু কিন্তু তাকে বাড়িতে থেকে একটি ভাসমান বাগান দেখাশোনা করতে বলা হয়। একদিন, বাগানটি রহস্যজনকভাবে ভাসতে ভাসতে বাড়ি থেকে দূরে চলে যায়। কঙ্কিয়া ঠিক করে, সে প্রথমবারের মতো নৌকা নিয়ে বাগানের সন্ধানে বেরুবে।