সোফি খুব চটপটে এক মৌমাছি। সে দ্রুত উড়ে মধু সংগ্রহ করে, কিন্তু সে অন্য মৌমাছিদের সঙ্গে চলাফেরা করে না। একদিন সোফি তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে গাছের মগডালে একটি রহস্যময় বেগুনি ফুলের খুঁজতে যায় এবং বিপদে পড়ে। যখন একটি জোনাকি ও তার দলের মৌমাছিরা তাকে উদ্ধার করে, তখন সে বুঝতে পারে বন্ধুত্বের গুরুত্ব।